ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ফেনীর কাঠমিস্ত্রি

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
কিস্তিতে ওয়ালটনের একটি ফ্রিজ কিনেছিলেন ফেনীর কাঠমিস্ত্রি মোহাম্মদ ইয়াছিন। ফ্রিজটি কেনার পর তার মোবাইল ফোন থেকে ম্যাসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন। এর কিছুক্ষণ পরই ওয়ালটনের কাছ থেকে ফিরতি ম্যাসেজ আসে তার মোবাইলে। তিনি ১০ লাখ টাকা পেয়েছেন! গত রোববার একাডেমী রোড ওয়ালটন পস্নাজার সামনে ইয়াছিনের হাতে প্রাপ্ত টাকার চেক তুলে দেয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, ওয়ালটন ফেনী জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা, ওয়ালটন পস্নাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-২ এর প্রধান মো. আরিফুল ইসলাম, পস্নাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট-৪ এর প্রধান রাজীব কুমার দাস, একাডেমী রোড ওয়ালটন পস্নাজা ম্যানেজার সাজেদুল ইসলাম, এসএসকে রোড পস্নাজা ম্যানেজার ইমরুল কায়েসসহ স্থানীয় ব্যক্তিরা। উলেস্নখ্য, এর আগের দিন ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন চাঁদপুর জেলার উত্তর মতলবের পাঁচআনি গ্রামের মসজিদের ইমাম মোহাম্মদ জাকির। ক্রেতা ইয়াছিন পেশায় একজন কাঠমিস্ত্রি। স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন ফেনীর ধর্মপুরে। অনেকদিন ধরেই ফ্রিজ কেনার কথা ভাবছিলেন। কিন্তু টাকা যোগাড় করতে পারছিলেন না। এরই মধ্যে চলতি মাসে ফেনী শহরে ফ্রিজের ক্রেতাদের জন্য ঘোষিত 'কে হবে আজকের মিলিয়নিয়ার' শীর্ষক ক্যাম্পেইনের প্রচারণা দেখে একাডেমী রোডের ওয়ালটন পস্নাজায় আসেন ইয়াছিন।