সপ্তাহে দর বাড়ার শীর্ষে ছিল যারা

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ দর বেড়েছে ৬০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, ফান্ডটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৫৭ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্সু্যরেন্স কোম্পানি। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার ৮০০ টাকা। এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৬ কোটি ১৯ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কেটি ২৩ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্সু্যরেন্স, নিটল ইন্সু্যরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ঢাকা ইন্সু্যরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচু্যয়াল ফান্ড-১, এসইএমএল লেকচার ইকু্যইটি ম্যানেজম্যান্ট ফান্ড ও প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচু্যয়াল ফান্ড।