আইএফআইসি ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ১৬ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম অঞ্চলে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। গত ১২ ও ১৩ জুলাই চট্টগ্রামের আগ্রাবাদের স্থানীয় একটি হোটেলে 'মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধে বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে লন্ডারিং প্রতিরোধ' শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক ইকবার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক আবু ফারাহ মোহাম্মদ নাসের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই্‌এফআইসি ব্যাংকের ডেপুটি ক্যামেলকো মো. আকবর আলী। কর্মশালায় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১৭টি শাখার ১৬০জন নির্বাহী এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি