সিআইইউতে জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনামূলক সেমিনার

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যুক্তি, সুপারিশ আর প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনামূলক সেমিনার 'কেমন হলো দেশের বাজেট'। গত রোববার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটরিয়ামে সিআইইউ বিজনেস স্কুল এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাজেট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন (এফসিএ, এফসিএমএ)। তিনি তার বক্তব্যে বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি