ব্যাংক এশিয়ার প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের কনজু্যমার ফিন্যান্স সেন্টার (সিএফসি)-এর ৬৪ জন কর্মকর্তা ও এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) এর জন্য 'ইসলামিক ব্যাংকিং এন্ড ফিন্যান্স'-এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সম্প্রতি ব্যাংক এশিয়া ইন্সস্টিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কনসালটেন্ট (বিএআইটিডি) মো. আবদুল মতিন, ব্যাংকের চ্যানেল ব্যাংকিং প্রধান সর্দার আকতার হামিদ, মানবসম্পদ বিভাগ প্রধান কে. এস. নাজমুল হাসান, ইসলামিক ব্যাংকিং ডিভিশনের এসভিপি এ.কে.এম মিজানুর রহমান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ভিপি মো. আহসান উল আলম, এফভিপি অ্যান্ড হেড অব কনজু্যমার ফিন্যান্স ফেরদৌস বিন জামান এবং সুজিত কুমার সেন, এভিপি (বিএআইটিডি) উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি