টপটেন মার্টের ই-কমার্স উদ্বোধন
প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২০:৪৪
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান টপটেন গ্রপের অঙ্গ প্রতিষ্ঠান টপটেন মার্ট লিমিটেডের ই-কমার্স (অনলাইনষ্টোর) উদ্বোধন এবং ঈদ অফারেরর্ যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন টপটেন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. সৈয়দ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টপটেন গ্রুপের ক্রেতা, বিভিন্ন গনমাধ্যম ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরম্ভপূর্ণ অনুষ্ঠানটিতের্ যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- টপটেন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. সৈয়দ হোসেন ও ডাইরেক্টর- আব্দুল আউয়াল। দেশের স্বনামধন্য মডেলদের অংশগ্রহণে ফ্যাশন-শো এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে টপটেন মার্টের ই-কমার্স (অনলাইনস্টোর) লঞ্চিং করা হয়। বিজ্ঞপ্তি