কেএম সামছুল আলম জনতা ব্যাংকের নতুন পরিচালক

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ জুলাই ২০১৯, ২০:৪৪

অনলাইন ডেস্ক
কেএম সামছুল আলম
কেএম সামছুল আলম সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি সিনিয়র ডিস্ট্রিক্ট সেশন জজ হিসেবে কর্মরত ছিলেন। কে এম সামছুল আলম সর্বপ্রথম ১৯৮৫ সালে বিআইডবিস্নউটিসিতে বাজেট অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (জুডিসিয়াল) মাধ্যমে সহকারী জজ হিসেবে ১৫ ফেব্রম্নয়ারি ১৯৮৮ খ্রিঃ যোগদান করেন। বর্ণাঢ্যময় চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের রেজিস্ট্রার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, অর্থঋণ আদালত ও কমার্শিয়াল কোর্টের বিচারক, চট্টগ্রাম ও ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সাইবার ট্রাইবুনালের বিচারক (সেশন জজ) হিসেবে, আইন ও বিচার বিভাগের সলিসিটর (প্রেষণ) এবং ফরিদপুর ও কুমিলস্নাতে সিনিয়র জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮০ খ্রিঃ বিকম সম্মানসহ ১৯৮২ খ্রিঃ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ঢাকা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কে, এম, সামছুল আলম নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি