২০% লভ্যাংশ পরিশোধ করল নোভারটিস

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড অংশীদারদের ২০১৮ সালের লভ্যাংশ পরিশোধ করেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কোম্পানির ৪০ শতাংশের অংশীদার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়। নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিয়াদ মামুন প্রধানী বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হাইউল কাইয়ুমের কাছে এই ডিভিডেন্ড চেক হস্তান্তর করেন। বিসিআইসির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসির পরিচালক আমিন উল আহসান (বাণিজ্য), মো. বিলস্নাল হোসেন, পরিচালক (অর্থ), নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক (অর্থ) ও কোম্পানি সচিব ফাহমীদ ওয়াসিক আলী, ইহাব ফারুক, পরিচালক, টেকনিক্যাল অপারেশনস এবং হিসাব ব্যবস্থাপক এনামুল হাসান। গত ২৩ মে অনুষ্ঠিত কোম্পানির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি