সোনালী ব্যাংক ও ডাক বিভাগের মধ্যে চুক্তি

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের সঙ্গে সেবা আদান-প্রদানের বিষয়ে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। চুক্তিতে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার ওমর ফারুক খন্দকার এ সময় উপস্থিত ছিলেন। ডাক অধিদপ্তর ও সোনালী ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ডাক বিভাগ প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ব্যবস্থা করবে। বিজ্ঞপ্তি