পতনের মধ্যে বিমা খাতের দাপট

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে অব্যাহত ছিল দরপতন ও লেনদেন খরা। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক কমেছে প্রায় দুই শতাংশ। বাজারে লেনদেন কমেছে ২২ শতাংশের ওপরে। তবে মন্দাবাজারে লেনদেনের ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাত। ডিএসইর খাতভিত্তিক লেনদেন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। লেনদেনের শীর্ষ স্থান দখল করলেও গত সপ্তাহে বিমা খাতের লেনদেনের পরিমাণ কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইতে বিমা খাতের শেয়ার লেনদেন প্রতি কার্যদিবসে গড়ে কমেছে ৩০ কোটি ৬৫ লাখ টাকা। বিমা খাতের লেনদেন কমার নেতিবাচক প্রভাব ডিএসইর মোট লেনদেনেও পড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের সপ্তাহ থেকে ৯৫ কোটি ২২ লাখ টাকা বা ২২ দশমিক ৫৩ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয় ৪২২ কোটি ৫৭ লাখ টাকা। গত সপ্তাহজুড়ে শীর্ষে থাকা বিমা খাতের শেয়ার লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৯৪ কোটি ১১ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা ওষুধ খাতের শেয়ার প্রতিদিন ৩৪ কোটি ৫ লাখ টাকা গড়ে মোট লেনদেন হয়েছে ১৭০ কোটি ২৫ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। প্রতিদিন ৩২ কোটি ৯২ লাখ টাকা গড়ে মোট লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া বস্ত্র খাতে ৩০ কোটি ৭৫ লাখ টাকা, বিদু্যৎ ও জ্বালানি খাতে ২২ কোটি ১০ লাখ, চামড়া খাতে ২১ কোটি ৬১ লাখ, ব্যাংক খাতে ২১ কোটি ১৮ লাখ, মিউচু্যয়াল ফান্ড খাতে ২০ কোটি ৬৮ লাখ, বিবিধ খাতে ১৮ কোটি ৯৪ লাখ, ভ্রমণ ও অবকাশ খাতে ১১ কোটি ৪৭ লাখ।