আরও ৭ সুপার মার্কেট বন্ধ করছে ওয়েটরোজ

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক দ্বিতীয় দফায় আরও সাত সুপার মার্কেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্যের শৃঙ্খল সুপার মার্কেট প্রতিষ্ঠান ওয়েটরোজ। এ পদক্ষেপের ফলে ৭০০ কর্মী ছাঁটাইয়ের শঙ্কা রয়েছেন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের তিনটি সুপার মার্কেট জার্মান গেস্নাবাল ডিসকাউন্ট সুপারমার্কেট শৃঙ্খল লিডলের কাছে বিক্রি করে দিয়েছে। গ্রোসারি মার্কেটগুলো সম্প্রতি দ্রম্নত সম্প্রসারণশীল নির্ধারিত মূল্যের শৃঙ্খল মার্কেটগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছু হটছে। লিডল এবং আরেক জার্মান ডিসকাউন্ট প্রতিষ্ঠান আলডি মধ্যবিত্ত শ্রেণির তর্কপ্রিয় ও বিত্তবান ক্রেতাকে আকর্ষণ করতে পারছে। ওয়েটরোজের মার্কেটগুলো কিনলে প্রতিষ্ঠান দুটি যুক্তরাজ্যে যথাক্রমে পঞ্চম ও সপ্তম বৃহত্তম গ্রোসারিতে পরিণত হবে। আগামীতে এ দুই প্রতিষ্ঠান দেশটির ১৪ শতাংশ ভোগ্য বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। অথচ তিন বছর আগেও এদের ক্রেতা ছিল বাজারের মাত্র ১০ শতাংশ। সূত্র: গার্ডিয়ান