প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে বিপি

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় ভালো মুনাফা করেছে এনার্জি জায়ান্ট বিপি। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটির মুনাফা হয়েছে ২৮০ কোটি ডলার, যেখানে রয়টার্সের পরিচালিত জরিপে ২৫০ কোটি ডলারের পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে গত বছরের একই সময় কোম্পানিটির মুনাফা ছিল ২৮০ কোটি ডলার এবং চলতি বছরের প্রথম তিন মাসে মুনাফা হয়েছে ২৪০ কোটি ডলার। বিপির প্রধান নির্বাহী বব ডুডলি বলেন, আমি মনে করি, অঙ্ক বেশ ভালো। এ নিয়ে ১০ প্রান্তিক আমরা প্রত্যাশার তুলনায় ভালো করেছি। দ্বিতীয় প্রান্তিক আমাদের জন্য ভালো একটি সময় ছিল। তবে বিপি মুনাফা করলেও দ্বিতীয় প্রান্তিকে ফ্রান্সের কোম্পানি টোটালের মুনাফা সমন্বয়ের পর ২০ শতাংশ কমেছে। চলতি বছরের প্রথমার্ধের জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতার কারণে মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। সূত্র: বস্নুমবার্গ