শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকের মাসব্যাপী কর্মসূচি

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসব্যাপী শোক পালনের জন্য ১ আগস্ট থেকে মাসব্যাপী জনতা ব্যাংকের সব নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিসসহ সব শাখায় শোক দিবসের বাণীসংবলিত ব্যানার প্রদর্শন, জনতা ভবন চত্বরে বঙ্গবন্ধুর কর্মময় জীবনী সম্পর্কে আলোচনা সভার আয়োজন, ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হয়। বিজ্ঞপ্তি