সেপ্টেম্বরে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে জাপান-যুক্তরাষ্ট্র

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সেপ্টেম্বরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে একটি বিস্তৃত চুক্তি করতে সম্মত হয়েছে জাপান ও যুক্তরাষ্ট্র। গরুর মাংস ও অটোমোবাইল খাতের ওপর আরোপিত শুল্ক নিয়ে যে মতভেদ তৈরি হয়েছে, তা সমাধানের পথও খোঁজা হবে। নিক্কেই গতকাল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। নিক্কেইয়ের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে বলা হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে জাপানের অর্থমন্ত্রী তোশিমিতসু মোতেগি ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজারের মধ্যকার বৈঠকে সেপ্টেম্বরের মধ্যে একটি চুক্তি করার বিষয়ে ঐকমত্য হয়েছে। নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, সেপ্টেম্বরের শেষদিকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। উভয়পক্ষ প্রত্যাশা করছে, ওই বৈঠকের আগেই একটি বিস্তৃত চুক্তি চূড়ান্ত করা হবে। লাইটহাইজারের সঙ্গে বৈঠকের পর জাপানের অর্থমন্ত্রী বলেন, বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে যে মতভেদ রয়েছে, তা সমাধানে উলেস্নখযোগ্য অগ্রগতি হয়েছে। তারা চলতি মাসের শেষদিকে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। নিক্কেই আরো বলছে, চলতি মাসের শেষদিকে গ্রম্নপ অব সেভেনের প্রধানদের সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও আবের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকেও বেশকিছু বাণিজ্য চুক্তি হতে পারে। সূত্র : রয়টাস