ঈদের ছুটিতে সব বন্দরে ব্যাংক খোলা থাকবে

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঈদের ছুটির মধ্যেও দেশের সব বন্দরের (সমুদ্র, স্থল ও বিমান) ব্যাংক শাখা ও বুথগুলোতে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে কাযর্রত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরগুলোতে অবস্থিত সব ব্যাংক ও বুথগুলোতে সার্বক্ষণিক (২৪/৭) সেবা নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়।