ব্যাংক কর্মকর্তাদের জন্য এএসিওবিবির প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অ্যাসোসিয়েশন অব এন্ট্রি মানি লন্ডারিং কমপস্নায়েন্স অফিসার্স অব ব্যাংক (এএসিওবিবি) সম্প্রতি ঢাকায় বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জন্য ঘুষ প্রতিরোধ, স্যাংশন্স কমপস্নায়েন্স ও ভেসেল ট্র্যাকিংসহ বিভিন্ন বিষয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ডো জোনসের তিনজন রিসোর্স পার্সন কয়েকটি সেশন পরিচালনা করেন। কর্মসূচির একটি সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান এবং এশিয়া/প্যাসিফিক গ্রম্নপ ইন মানি লন্ডারিং (এপিজিএমএল) আবু হেনা মো. রাজি হাসান, এসিসিওবিবির চেয়ারম্যান এবং ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ডিএমডি চৌধুরী এমএকিউ সারোয়ার, বিএফআইইউ'র উপ-প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইসকান্দার মিয়া, এবিবির চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার। বিজ্ঞপ্তি