সাড়ে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে টেসকো

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক সুপার মার্কেট জায়ান্ট টেসকো জানিয়েছে, তারা ১৫৩ টেসকো মেট্রো স্টোরগুলো থেকে প্রায় সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি বলছে, খুচরা বাজারে ক্রমবর্ধমান হারে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের কার্যক্রম পরিচালনায় পরিবর্তন আনছে। এরই ফলাফল হিসেবে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তারা। এ ছাড়া এ সিদ্ধান্তের পক্ষে ব্যয়সংকোচন একটি বড় ভূমিকা রেখেছে। \হটেসকোর প্রধান নির্বাহী জেসন টেরি জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সহজ ছিল না। তিনি বলেন, ভোক্তাদের ক্রয় আচরণে বড় পরিবর্তন এসেছে, আমাদেরও এর সঙ্গে তাল মেলাতে হবে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে টেসকোর অধীনে প্রায় ৩ লাখ ৪০ হাজার লোক চাকরি করে। সূত্র: গার্ডিয়ান