৩ কোম্পানির অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি তাদের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানিগুলো হলো পিপলস ইক্যুইটিস লিমিটেড, মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ও এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। পিপলস ইক্যুইটিস লিমিটেডের অনুমোদিত একজন প্রতিনিধি ছিলেন মো. পারভেজ কবির। তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। প্রত্যাহারের কোনো কারণ জানায়নি তথ্যসূত্র। মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের অনুমোদিত দুই প্রতিনিধিকে প্রত্যাহার করেছে। একজন জনাব প্রসূন রায় চৌধুরী এবং অন্যজন মো. ফজলুল কবির। তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। প্রত্যাহারের কোনো কারণ জানায়নি তথ্যসূত্র। এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের অনুমোদিত একজন প্রতিনিধি ছিলেন মো. আসলাম হোসাইন। তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক তাৎক্ষনিকভাবে কার্যকর করা হয়েছে। প্রত্যাহারের কোনো কারণ জানায়নি তথ্যসূত্র।