লেনদেনের শীর্ষে ফার্মাসিউটিক্যাল খাত

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যালস খাত। দ্বিতীয় স্থানে অবস্থান করছে প্রকৌশলী খাত। ডিএসইর লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ডিএসইতে মোট লেনদেনে ফার্মাসিউটিক্যালস খাতের দখলে রয়েছে ১৫ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা। এরপরই প্রকৌশলী খাতের অবস্থান। ডিএসইর লেনদেনে খাতটির অংশগ্রহণ ১৪ শতাংশ। এই খাতের লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকা। লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে টেক্সটাইল খাত। এ খাতের অংশগ্রহণ ১২ শতাংশ। খাতটির লেনদেন হয়েছে ২৬৪ কোটি টাকা। এদিকে, ডিএসইর লেনদেনে জ্বালানি খাতের অংশগ্রহণ ১১ শতাংশ। এখাতের লেনদেন হয়েছে ২৪৯ কোটি টাকা। এছাড়া ব্যাংক ও বিবিধ খাতের প্রত্যেকের ৭ শতাংশ করে, সিরামিক ও সাধারণ বিমা খাতের প্রত্যেকের ৫ শতাংশ, ট্যানারি খাতের ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন, মিউচু্যয়াল ফান্ড, আইটি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রত্যেকের ৩ শতাংশ করে, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং জীবন বিমা খাতের প্রত্যেকের ২ শতাংশ করে, সেবা এবং আবাসন, সিমেন্ট ও ভ্রমণ খাতের প্রত্যেকের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।