লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট গত জুলাই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ। মাসজুড়ে কোম্পানিটির সাত কোটি ৮৭ লাখ ২৫ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৩০৫ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা। ডিএসইর মাসিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৭০ লাখ পাঁচ হাজার ৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২৬৭ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ২৮৪ টাকা। ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৯ লাখ ১৯ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২০৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৩৬৬ টাকা। তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির ৮০ লাখ ৬২ হাজার ৪৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২০১ কোটি ৮৮ লাখ ১০ হাজার ১২৪ টাকা। ব্র্যাক ব্যাংক তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৮০ কোটি ৮০ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।