পাট ও চামড়ার রপ্তানি আয়ে শ্লথ গতি

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় কাঁচামালনির্ভর দুই রপ্তানি খাত পাট ও চামড়ায় বিদায়ী অর্থবছরে রপ্তানির পরিমাণ অনেকটাই কমেছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী বহুমুখী পাটপণ্য উৎপাদনে সক্ষমতার অভাব এবং চামড়া শিল্পনগরীর দুর্বলতাকে। অর্থনীতিবিদরা বলছেন, পাটপণ্য উৎপাদনে বেসরকারি খাতে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে আর চামড়ায় রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে নিশ্চিত করতে হবে পরিবেশবান্ধব শিল্পনগরী। রপ্তানি উন্নয়ন বু্যরো-ইপিবির তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে পাট খাতে ১০৮ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ৮১ কোটি ৬২ লাখ ডলার, যা আগের বছর ছিল ১০২ কোটি ৫৫ লাখ ডলার। যা শতাংশীয় পয়েন্টে ২০ শতাংশ কম। কাঁচাপাট, পাটের সুতা, বস্তা ও ব্যাগ রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে যথাক্রমে, ২০.৮৯ শতাংশ, ২৭.৭৫ শতাংশ, ৩২.৫৪ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, বস্তা ও কাঁচাপাটনির্ভর রপ্তানি থেকে বেরিয়ে এসে সৌখিন এবং উদ্ভাবনী পাটপণ্যে গুরুত্ব দিতে হবে।