সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতের যাযাদি রিপোর্ট গেল সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১২ খাতের দর (রিটার্ন) বেড়েছে। এর বিপরীতে দর কমেছে মাত্র ৬ খাতের। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্স্যুরেন্স খাতের। এ খাতের দর বেড়েছে দশমিক ৬০ শতাংশ। এরপরই বেড়েছে ব্যাংক খাত। এ খাতের দর বেড়েছে দশমিক ৩৪ শতাংশ। এরপর দশমিক ৩৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। অন্য খাতগুলোর মধ্যে তথ্য ও প্রযুক্তি খাতে ৩৩ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৩২ শতাংশ, সেবা ও আবাসন খাতে দশমিক ২৯ শতাংশ,ওষুধ ও রসায়ন খাতে দশমিক ২৭ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ১৪ শতাংশ, টেক্সটাইল খাতে দশমিক ১৩ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে দশমিক ৯ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ৭ শতাংশ দর বেড়েছে। এছাড়া সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। এ খাতে দশমিক ৫৩ শতাংশ দর কমেছে। এরপরে রয়েছে জুট খাত। প্রগতি লাইফের শেয়ার দাম বাড়ল ৩৪ টাকা যাযাদি রিপোর্ট লভ্যাংশ ঘোষণার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবনবিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরও কমে যাচ্ছিল প্রতিষ্ঠানটির শেয়ার দাম। তবে হঠাৎ করেই কোম্পানিটির শেয়ার দাম বৃদ্ধির পালে হাওয়া লেগেছে। মাত্র ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে প্রায় ৩৪ টাকা। গত ২৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির লভ্যাংশের ঘোষণা আসে। ডিএসইর তথ্য অনুযায়ী, প্রগতি লাইফ ইন্সু্যরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বরাবরই শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিলেও ২০১৮ সালে প্রগতি লাইফ শেয়ারবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০০৬ সালে তালিকাভুক্তির পর কোম্পানিটি এর আগে কখনো শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশের ওপর লভ্যাংশ দেয়নি। ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল জীবনবিমা খাতের এই কোম্পানিটি। তার আগে ২০১৬ সালে ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।