ওজোপাডিকোর জাতীয় শোক দিবস পালন

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বর্ষিকী উপলক্ষে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ওজোপাডিকোর সদর দপ্তরসহ আওতাধীন সকল দপ্তরসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকল কর্মকর্তা/কর্মচারীদের কালো ব্যাচ ধারণ, সকল দপ্তর সমূহের প্রধান ফটকে শোকদিবসের ব্যানার প্রদর্শন, ওজোপাডিকোর ওয়েবসাইট/ফেইসবুক পেইজে শোকাবহ মুভমেন্ট পোর্টাল স্থাপন, শোকর্ যালি, আলোচনা সভা, দেশাত্ববোধক কবিতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং খুলনাস্থ বিবিবি-১ সহ সকল বিতরণ বিভাগে অবস্থিত মসজিদ সমূহে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকর্ যালিতে ওজোপাডিকোর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী সকাল ৭.৪৫টায় খুলনা নিউমার্কেট এলাকায় একত্র হয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিনের নেতৃত্বে সকাল ৮.১৫ টায় শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ বেতার, খুলনা, ক্যাম্পাসে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।র্ যালি শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার শেখপাড়ার ওজোপাডিকো হাই স্কুল চত্বরে দিবসটির উপরে এক বিশেষ আলোচনা সভা এবং দেশাত্ববোধক কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি