আলহাজ টেক্সটাইলের উৎপাদন বন্ধ থাকবে আরও ১৫ দিন

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির কারখানা আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাজারে পণ্যের চাহিদা না থাকায় উল্লেখযোগ্যভাবে বিক্রি কমে গেছে। এছাড়া চলতি মূলধন সংকট এবং প্রস্তুত করা পণ্য মজুত রাখার জন্য যথেষ্ট জায়গার অভাব রয়েছে। এ কারণে গত ২৪ জুলাই পর্যন্ত ৩০ দিন কোম্পানির কারখানাটি বন্ধ ছিল। কিন্তু এরপর এখন পর্যন্ত বিক্রির কোনো অগ্রগতি হয়নি। এজন্য কোম্পানিটির কারখানা আরও ১৫ দিন অর্থাৎ ৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ডিএসইতে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ছয় দশমিক ৪২ শতাংশ বা তিন টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৩ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৬৩ টাকা ২০ পয়সা। দিনজুড়ে পাঁচ লাখ ৪৫ হাজার ১৮৫টি শেয়ার মোট এক হাজার ৫২১ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৫৭ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৪২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করে।