অব্যাহতভাবে রপ্তানি কমছে তাইওয়ানের

প্রকাশ | ২০ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
তাইওয়ানের পণ্য রপ্তানির হ্রাস হওয়ার পরিমাণ অব্যাহত রয়েছে। গত জুলাইয়েও দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে দুই হাজার ৮২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। দ্বীপটির অর্থনৈতিক কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাইওয়ানের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার চীনের মূল ভূখন্ড। খবর: সিনহুয়া। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে তাইওয়ানের পণ্য আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক চার শতাংশ কমে দুই হাজার ৪৬৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। তাইওয়ানের বাণিজ্য প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৩৫৬ কোটি ডলার। চলতি বছরের প্রথম সাত মাসে তাইওয়ানের রফতানি আগের বছরের তুলনায় তিন শতাংশ কমে ১৮ হাজার ৬৪৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে মোট আমদানি হয়েছে ১৬ হাজার ২৯২ কোটি ডলারের পণ্য। ফলে বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে দুই হাজার ৩৫১ কোটি ডলার। তাইওয়ানের পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার চীনে প্রথম সাত মাসে তাইওয়ান পণ্য রফতানি করেছে চার হাজার ৯৮৭ কোটি ডলারের।