উৎপাদন শুরু করায় সর্বোচ্চ দর বেড়েছে আরএকে সিরামিকের

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের একটি পস্নান্ট বন্ধ থাকার পর বুধবার ২১ আগস্ট থেকে কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম শুরু করার দিনেই সর্বোচ্চ দর বেড়েছে কোম্পানিটির শেয়ারে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, কোম্পানির শেয়ার ১০ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে সার্কিট ব্রেকার স্পর্শ করে। এবং বিক্রেতা শূন্যও হয়ে যায়। দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত কোম্পানিটির ২ লাখ ৭০ হাজার ৩৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। তথ্য অনুযায়ী, কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ২২ বারে ১১ লাখ ৪৯ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২ লাখ ৪৭ হাজার টাকা। উলেস্নখ্য, কোম্পানটির পস্নান্ট-৩ দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু করে। এর আগে টাইলসের উৎপাদন পস্নান্টে মেশিনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে পস্নান্ট-৩ গত ১৩ মে, বন্ধ করা হয়। এর আগে ৪টি টাইলস পস্নান্টের মধ্যে পস্নান্ট-১, ১৫২ দিন বন্ধ থাকার পর গত ১২ মে, থেকে কার্যক্রম শুরু করে। অপরদিকে ডিএসইতে গেইনারের দ্বিতীয় স্থানে ছিল জেনারেশন নেক্সট। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। এরপরে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।