মেয়াদ বাড়ল ৬ ফান্ডের

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বাড়ানো হয়েছে। ফান্ডগুলো সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে এলআর গেস্নাবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে। মেয়াদ বাড়ানো ফান্ডগুলোর মধ্যে রয়েছে- এআইবিএল ফার্স্ট ইসলামিক, ডিবিএইচ ফার্স্ট ফান্ড, গ্রিন ডেল্টা ফান্ড, এমবিএল ফার্স্ট ফান্ড, এলআর গেস্নাবাল বাংলাদেশ ওয়ান এবং এনসিসিবিএল ফান্ড-ওয়ান।এর মধ্যে এনসিসিবিএল ফান্ড-ওয়ানের ১০ বছর মেয়াদ বাড়িয়ে ২০৩২ সালের ২৩ মে পর্যন্ত করা হয়েছে। এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ডের মেয়াদ করা হয়েছে ২০৩১ সালের ৯ জানুয়ারি। এছাড়া ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ২০৩০ সালের ৬ ফেব্রম্নয়ারি, গ্রিন ডেল্টা ফান্ডের ২০৩০ সালের ২৭ সেপ্টেম্বর, এমবিএল ফার্স্ট ফান্ডের ২০৩১ সালের ৭ ফেব্রম্নয়ারি এবং এলআর গেস্নাবাল বাংলাদেশ ওয়ানের মেয়াদ ২০৩১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।