ডিএসইতে প্রধান সূচক ১৩ সিএসইতে বেড়েছে ৩৪ পয়েন্ট

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসেই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচু্যয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৭ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ২১ লাখ শেয়ার ও মিউচু্যয়াল ফান্ডের ইউনিট। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই : এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৭ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৯ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২১ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ২১ পয়েন্ট বাড়ে। বেলা ১২টায় সূচক বাড়ে ২২ পয়েন্ট। বেলা ১টায় সূচক ১২ পয়েন্ট বাড়ে। বেলা ২টায় সূচক ৬ পয়েন্ট বাড়ে। কিন্তু বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচু্যয়াল ফান্ড।