প্রযুক্তি নিয়ে হুয়াওয়ের ১০ পূর্বাভাস

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ২০২৫ সাল পর্যন্ত এ ধরনের প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। বৈশ্বিক প্রযুক্তি খাত আগামী পাঁচ বছরে কোথায় গিয়ে দাঁড়াবে, সে-সংক্রান্ত পূর্বাভাস দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে সম্প্রতি তাদের গেস্নাবাল ইন্ডাস্ট্রি ভিশন (জিআইভি) প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে ২০২৫ সাল পর্যন্ত প্রযুক্তি এবং প্রযুক্তিশিল্পের উন্নয়ন-সম্পর্কিত ধারা এবং বিষয়বস্তুর ব্যাপারে উলেস্নখ করা হয়েছে। হুয়াওয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জীবনযাপন ও কাজ করার প্রক্রিয়ার ওপর নির্ভর করে ১০টি মূলধারা (মেগাট্রেন্ড) শনাক্ত করা হয়েছে। এই ধারাগুলো শনাক্তকরণে ব্যবহৃত হয়েছে হুয়াওয়ের নিজস্ব তথ্য-উপাত্ত এবং বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির (ইন্টেলিজেন্ট টেকনোলোজি) বাস্তব চিত্র। এ ছাড়া জিআইভি ২০২৫ সাল পর্যন্ত টেকনোলোজি ট্রেন্ডের ভবিষ্যদ্বাণী প্রদান করেছে। এর মধ্যে রয়েছে ৫জি কভারেজ, এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রয়োগ, গৃহস্থালি রোবটের ব্যবহার এবং স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের হার। জিআইভির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ১০টি মূল ধারা হিসেবে থাকবে লিভিং উইথ বটস, সুপার সাইট, জিরো সার্চ, টেইলার্ড স্ট্রিটস, ওয়ার্কিং উইথ বটস, অগমেন্টেড ক্রিয়েটিভিটি, ফ্রিকশনলেস কমিউনিকেশন, সিম্বায়োটিক ইকোনমি, ৫জি দ্রম্নত বাস্তবায়ন এবং গেস্নাবাল ডিজিটাল গভর্নেন্স।