আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আলোচনা সভা

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অঃ দাঃ) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ২৩ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে জাতীয় শোক দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা এবং ১৫ আগস্টে শাহাদতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. খান আসাদুজ্জামান, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মহোদয়ের স্টাফ অফিসার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (ওয়েলফেয়ার) মো. মইনুল ইসলাম, ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা তপন কুমার সাহা, কর্মী ব্যবস্থাপনা উপবিভাগের প্রধান মো. শিব্বির আহমেদ, কেন্দ্রীয় হিসাব উপবিভাগের প্রধান গণপ্রসাদ বিশ্বাস, ঋণ ও অগ্রিম উপবিভাগের প্রধান মো. শাহজাহান আকন্দ, বাজেট ও ব্যয় নিয়ন্ত্রণ উপবিভাগের প্রধান মো. সরওয়ার হোসেন, লোকাল অফিসের ব্যবস্থাপক মো. মোবারক হোসেন খান প্রমুখ জাতীয় শোক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি