রাজধানীতে শেষ হলো ল্যাপটপ মেলা

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাির্তক সম্মেলন কেন্দ্রে গতকাল শেষ হয়েছে ল্যাপটপ মেলা
রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাির্তক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিশেষ মূল্যছাড় ও নিশ্চিত উপহারের অফার নিয়ে জমে উঠে ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’। গতকাল প্রদশর্নীর তৃতীয় দিন সকাল থেকেই সব শ্রেণি-পেশার ক্রেতা-দশর্নাথীের্দর পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। গ্রীষ্মকালীন তিন দিনব্যাপী এ ল্যাপটপ মেলা শেষ হয়েছে গতকাল। গতকাল ছুটির দিনে সকাল থেকেই মেলায় বড়দের পাশাপাশি শিশু ও শিক্ষাথীের্দর ভিড় দেখা গেছে। প্রদশর্নীতে অংশ নেয়া ব্র্যান্ডগুলোর প্রতিনিধি এবং আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যবারের চেয়ে দশর্ক উপস্থিতি ও বিক্রি দুটোই বেড়েছে। গ্রাহকরা সাধারণত পছন্দের প্রযুক্তি পণ্য কিনতে ও পরখ করে দেখতে মেলায় উপস্থিত হন। গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে মানসম্পন্ন পণ্য নিয়ে আমরা হাজির হয়েছি। যে কারণে অন্যবারের চেয়ে ল্যাপটপ মেলায় বিক্রি বেড়েছে। মেলায় ল্যাপটপ কিনতে আসা অনন্য ইবনে রাজ্জাক বলেন, ‘ল্যাপটপ কিনতে মেলায় এসেছি। মেলায় ব্র্যান্ডগুলো তাদের সবের্শষ প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়। সঙ্গে মূল্যছাড় অফার ও নিশ্চিত উপহার দেয়া হয়। বড় সুবিধা হলো মেলায় একযোগে অসংখ্য ব্র্যান্ডের ল্যাপটপ পরখ করে দেখে পছন্দেরটি কেনা সম্ভব হয়। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে পছন্দের পণ্যটি কিনতেই মেলায় এসেছি।’ মেলায় ল্যাপটপ কিনতে আসা আরেক শিক্ষাথীর্ বলেন, ‘পড়াশোনার কাজে ব্যবহার উপযোগী ল্যাপটপ কিনতে চাই। এক্ষেত্রে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপকে গুরুত্ব দিচ্ছি। কারণ ওয়ালটন ল্যাপটপে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। এছাড়া ওয়ালটন ল্যাপটপ দামেও সাশ্রয়ী।’ মেলায় ওয়ালটনের পাশাপাশি বিশ্বখ্যাত সব ব্র্যান্ড সবের্শষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে। মেলায় ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেট পাওয়া যাচ্ছে। বিশেষ ছাড় ও নিশ্চিত উপহারের পাশাপাশি মেলার প্রথম দিন বেশ কয়েকটি ব্র্যান্ডের নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়। ওয়ালটন মেলায় ল্যাপটপ ও ডেস্কটপে মডেলভেদে ২০ শতাংশ পযর্ন্ত মূল্যছাড় দিচ্ছে। এছাড়া ওয়ালটনের প্রতিটি পণ্যে উপহার হিসেবে দেয়া হচ্ছে মাউস, কিবোডর্, পেনড্রাইভ এবং মোবাইল ফোন ফ্রি জিতে নেয়ার সুযোগ।