আজ গ্রামীণফোনের লেনদেন বন্ধ

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রেকডর্ ডেটের কারণে আজ রোববার গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীর্কালীন লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোনের পরিচালনা পষর্দ। ৩০ জুন সমাপ্ত প্রথমাধের্র অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন পযাের্লাচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এদিকে দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৮৭ পয়সা। হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৭৪ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১০ টাকা ৭২ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দঁাড়িয়েছে ৩০ টাকা ৭৩ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন পযাের্লাচনা করে ১০০ শতাংশ চ‚ড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন। সে বছর শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ অন্তবর্তীর্ নগদ লভ্যাংশও দেয় বহুজাতিক কোম্পানিটি। ২০১৭ সালে তাদের ইপিএস হয় ২০ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৬৮ পয়সা। ডিএসইতে বৃহস্পতিবার গ্রামীণফোন শেয়ারের সবের্শষ দর ১ দশমিক ৩৩ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা কমে দঁাড়ায় ৩৮৭ টাকা ২০ পয়সায়। দিনভর দর ৩৮৭ টাকা ২০ পয়সা থেকে ৩৯৩ টাকার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ৩৮৯ টাকা ৪০ পয়সা, যা এর আগের কাযির্দবসে ছিল ৩৯২ টাকা ৪০ পয়সা।