ব্র্যাক ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি ১৩%

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
২০১৮ সালের প্রথমাধের্ (জানুয়ারি থেকে জুন) আগের বছরের তুলনায় ১৩ শতাংশ নিট মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের। আলোচ্য সময় ব্যাংকটির রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। মূলত সুদ আয় বাড়ার পাশাপাশি অন্যান্য খাতে আয় বাড়ার সুবাদে চলতি বছরের প্রথমাধের্ রেভিনিউ ও নিট মুনাফা প্রবৃদ্ধিতে রয়েছে ব্যাংকটি। স¤প্রতি প্রথমাধের্র আথির্ক ফলাফল তুলে ধরতে আনির্ং ডিসক্লোজার আয়োজন করে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী কমর্কতার্ সেলিম আরএফ হোসেন বলেন, ‘২০১৭ সালে ব্যাংকের পারফরম্যান্স ছিল অসাধারণ। এ বছরের প্রথমাধর্ শেষে আগের বছরের ধারাবাহিকতা বজায় রেখে আমরা উল্লেখযোগ্য সাফল্য অজর্ন করেছি।’ প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে একসময় ব্র্যাক ব্যাংক দেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃত হবে বলেও জানান তিনি। চলতি ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পযর্ন্ত প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, এ সময় ব্র্যাক ব্যাংকের মোট রেভিনিউ ১ হাজার ২৫৭ কোটি টাকায় দঁাড়িয়েছে। প্রথমাধর্ শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেড়ে ২৩ হাজার ১৯২ কোটি টাকায় দঁাড়িয়েছে। এ সময়ে ব্যাংকটির ঋণ প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ। শেয়ারহোল্ডারদের ইকুইটির বিপরীতে আয় (আরওই) আগের বছরের তুলনায় কিছুটা কমে ১৭ দশমিক ৫৬ শতাংশে দঁাড়িয়েছে। সম্পদের বিপরীতে আয়ও (আরওএ) কমে ১ দশমিক ৫৩ শতাংশ হয়েছে। পাশাপাশি আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমাধের্ ব্যাংকটির খেলাপি ঋণের হার কমে ৩ দশমিক ৩ শতাংশে দঁাড়িয়েছে। এদিকে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত কর-পরবতীর্ মুনাফা হয়েছে ২৭২ কোটি ৮০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪২ কোটি ১০ লাখ টাকা। এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা আগে ছিল ২ টাকা ৯ পয়সা। চলতি বছরের প্রথমাধের্ ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দঁাড়ায় ২৯ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ টাকা ২৭ পয়সা। অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন পযাের্লাচনায় দেখা যায়, ২০১৮ সালের প্রথমাধের্ ব্যাংকটির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর মুনাফা দেখিয়েছে তিনটি এবং লোকসানে ছিল একটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিল মানি এক্সচেঞ্জ সাবসিডিয়ারি ব্র্যাক স্বজন। কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২০১৮ সালের প্রথমাধের্ ১৭৬ শতাংশ বেড়ে ২ কোটি ৬০ লাখ টাকায় দঁাড়িয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সাভিের্সস সাবসিডিয়ারি বিকাশের নিট মুনাফা ২২ শতাংশ বেড়ে ৩১ কোটি ৬০ লাখ টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে ব্রোকারেজ কোম্পানি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মুনাফা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ কমে দঁাড়িয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকা। বিপরীতে লোকসান ৬১ শতাংশ কমে ১৩ কোটি ৫০ লাখ টাকায় ঠেকেছে ব্যাংকটির মাচের্ন্ট ব্যাংকিং সাবসিডিয়ারি ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের।