হাইটেক সিটির উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বঙ্গবন্ধু হাইটেক সিটির আইসিটি অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডকে দীর্ঘমেয়াদি ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার এ-সংক্রান্ত ফ্যাসিলিটি একসেস এগ্রিমেন্ট সই হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী, গাজীপুর কালিয়াকৈর অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটির ৩নং বস্নকের আইসিটি অবকাঠামো নির্মাণে ৫ মিলিয়ন মার্কিন ডলার (৫১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা) দীর্ঘমেয়াদি ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ-টু) প্রকল্পের অন-লেন্ডিং কম্পোনেন্টের আওতায় এ ঋণ দেয়া হচ্ছে।