সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ডিএসইতে শেয়ারের দর কমেছে ৬৫ শতাংশ যাযাদি রিপোর্ট গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সাথে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে ডিএসইতে মোট লেনদেন ১২ দশমিক ৪ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৫৫৪ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৩৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৭০ কোটি ২২ লাখ ৭৭ হাজার ২৭৯ টাকা বা ১২ দশমিক ০৪ শতাংশ। এবং গড়ে লেনদেন কমেছে ৫৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার ৪৫৬ টাকা। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৫১১ টাকা, এবং তার আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৭০ লাখ ৭৬ হাজার ৯৬৭ টাকা। গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে 'এ' ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮১ দশমিক ৮৭ শতাংশ। 'এ' ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৬১৫ কোটি ৫২ লাখ ২৩ হাজার ৫৫৪ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ১ হাজার ৭৬৩ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৮৩৩ টাকা। লেনদেনে গেলো সপ্তাহে 'বি' ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ৯ দশমিক ৯১ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ১৯৫ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২৬৫ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকা। সপ্তাহে দর বাড়ার শীর্ষে ছিল যারা যাযাদি রিপোর্ট সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কে অ্যান্ড কিউ। সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর বেড়েছে ২২ দশমিক ১২ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৩২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪০০ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাফলার্স। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৭৭৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৩ কোটি ২ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। স্ট্যাইল ক্রাফট গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৫ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৭০ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে জেমিনি সি ফুড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, দেশবন্ধু পলিমার, দেশ গার্মেন্টস, সোনালী আঁশ, গ্রিন ডেল্টা মিউচু্যয়াল ফান্ড ও ফার্মা এইডস। দর পতনের শীর্ষে ছিল যারা যাযাদি রিপোর্ট সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পদ্মা ইসলামি লাইফ ইন্সু্যরেন্স। সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৩ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৬১ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআই এল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১। সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৩৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা। তালস্নু স্পিনিং মিলস লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। \হ লভ্যাংশ ঘোষণা করছে কেডিএস এক্সেসরিজ যাযাদ রিপোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেড গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে, যার মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। শনিবার অনুষ্ঠিতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এর আগে পর্ষদ আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে। প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কেডিএস এক্সেসরিজ লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ২১ পয়সা। আগামী ৭ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর।