মুক্ত শৈশবের আহ্বানে সার্ফ এক্সেল

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নগরায়নের প্রভাবে উধাও হয়ে যাচ্ছে খেলার মাঠ। ইট, বালু, পাথরের আড়ালে আটকা পড়েছে শিশুদের বর্ণিল শৈশব। লাফিয়ে, দৌড়ে আর ছুটে বেড়ানোর শৈশব কাটাচ্ছে চার দেয়ালের মাঝে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সাথে সময় কাটিয়ে। জনমনে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে ইউলিভারের বিখ্যত ব্রান্ড সার্ফ এক্সেল শুরু করল ক্যাম্পেইন- মুক্ত হোক শৈশব। ক্যাম্পেইনের প্রথম কার্যক্রম হলো 'কার ফ্রি স্ট্রিট'। ব্যস্ত শহরে শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির সঙ্গে একত্রিত হয়ে ডিটারজেন্ট ব্র্যান্ড সার্ফ এক্সেল আয়োজন করে আসছে 'কার ফ্রি স্ট্রিট'। বিজ্ঞপ্তি