উদ্যোক্তাদের নিয়ে সেমিনার করবে সিএসই

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) 'স্মল ক্যাপিটাল কোম্পানি পস্নাট ফরম'-এর ওপর একটি সেমিনার আয়োজন করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, আগামী ১২ সেপ্টম্বর সিএসইর অফিসের নিজস্ব সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হবে। আগ্রহী বিভিন্ন ছোট কোম্পানির প্রতিনিধিদের রেজিস্ট্রেশনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য মাহফুজ মোর্শেদ সধযভুঁ.সড়ৎংযবফ@পংব.পড়স.নফ- এর বরাবর ই-মেইল পাঠাতে হবে। এই ব্যবস্থায় যে কোনো ছোট পাবলিক লিমিটেড কোম্পানি যাদের নূ্যনতম পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা, শর্তপূরণ সাপেক্ষে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বা পুঁজি সংগ্রহ করতে পারবেন। এই সেমিনারের মাধ্যমে একজন উদ্যোক্তা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উলেস্নখ্য, মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন সেমিনারের বিষয়ের ওপর বিস্তারিত বক্তব্য রাখবেন।