এনসিসি ব্যাংকের 'রিভাইসড আরআইটি ও রিপোর্টিং' শীর্ষক কর্মশালা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এনসিসি ব্যাংকের 'রিভাইসড আরআইটি (রেসোনালাইজ ইনপুট টেমপেস্নট) এবং রিপোর্টিং টু বাংলাদেশ ব্যাংক' শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের উপ-মহাব্যবস্থাপক আশীষ কুমার রায়, এনসিসি ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী এবং আইটি (বিজনেস সলু্যশন) প্রধান মো. ইউনুস খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক ট্রেনিং ইন্সিটিটিউটের প্রাক্তণ প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ আমন্ত্রিত রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় বক্তব্য উপস্থাপন করেন এবং ফেকাল্টি মেম্বার ড. সৈয়দ জাভেদ মো. সালেহ্‌উদ্দিন প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন। বিজ্ঞপ্তি