ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরম সহজ করার উদ্যোগ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ঋণ নেয়া থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনো কাজে ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো বেশ জটিল। এসব ফরম সাধারণ গ্রাহকদের জন্য বুঝে ওঠা খুব কষ্টসাধ্য ব্যাপার। তাই এবার ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক পর্যালোচনা সভায় ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদকে প্রধান করে একটি কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়। আগামী ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।