ব্যবসায় সুস্থ প্রতিযোগিতা আনতে কাজ করছে বিসিসি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন (বিসিসি) বা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে একটি দেশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। রোববার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত 'প্রতিযোগিতায় প্রবৃদ্ধি : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সাংবাদিকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধিরা। সেমিনারের মুখ্য আলোচক কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সাবেক প্রধান ড. আব্দুর রাজ্জাক বলেন, একাটি দেশের বাণিজ্যিক উন্নয়নে প্রতিযোগিতা খুবই জরুরি। এ উদ্দেশ্যে ২০১২ সালে বাংলাদেশে প্রতিযোগিতা আইন প্রণয়ন করা হয়। সকল উদ্যোক্তাদের সধ্যে সমতা সৃষ্টি করায় এই আইনের লক্ষ্য। ছোট ও বড় সব ব্যবসায়ীদের মধ্যে সমান সুযোগ তৈরি করতে পারলেই উন্নত দেশের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বাণিজ্য সচিব শফিকুল ইসলাম বলেন, জীবনের প্রতি মুহূর্তেই আমরা প্রতিযোগিতার মধ্যে আছি। তবে বাণিজ্যিক পরিবেশে ষড়যন্ত্রমূলক যোগসাজস, মনোপলি, কার্টেল, জোটবদ্ধতা, কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ড প্রতিরোধ করাটাও খুব জরুরি বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মো. খালেদ আবু নাছের, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম প্রমুখ।