সপ্তাহের শুরুতে লেনদেনে মিশ্র চিত্র

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
লেনদেনে মিশ্র অবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজারের নতুন সপ্তাহ। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে দুট মূল্যসূচক বেড়েছে, কমেছে একটি। অন্যদিকে লেনদেনও সামান্য কম হয়েছে আগের দিনের চেয়ে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়েছে। দিনশেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪২ দশমিক ২৩ পয়েন্ট। এদিন ডিএসই ৩০ সূচকটি দশমিক ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে শরীয়াহ সূচক ডিএসইএক্স দশমিক ২১ শতাংশ কমেছে। গতকাল ডিএসইতে ৩১৭ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪০৫ কোটি ১০ লাখ টাকা। সপ্তাহের প্রথম দিনে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৮৮ কোটি ২ লাখ টাকা বা ২১ দশমিক ৭২ শতাংশ। রোববার কিছুটা নিম্নমুখী ধারায় লেনদেনে শুরু হয় পুঁজিবাজারে। তবে ৫ মিনিটের মধ্যে সূচক বিপরীত দিকে যাত্রা করে। বেলা ১১টা ১৮ মিনিট নাগাদ ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪০ পয়েন্টে উন্নীত হয়। বেলা ১১টা ৩৬ মিনিটে ফের সূচক টানা নিচের দিকে নামতে থাকে। বেলা দেড়টা নাগাদ তা ৪ হাজার ৯১৬ পয়েন্টে নেমে এসে সেখান থেকে বাউন্সব্যাক করে। দিনের বাকি সময়টুকু সূচক ছিল ঊর্ধ্বমুখী ধারায়। মূলত ব্যাংক ও টেলিকম খাতের ওপর ভর করে সূচকটি ধনাত্মক অবস্থানে উঠে আসতে সক্ষম হয়।