সামাজিক উন্নয়নে বিনিয়োগে আগ্রহী ব্রিটেন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বাংলাদেশের সামাজিক উন্নয়নে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্রিটেন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, তারা দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিনিয়োগ করতে চান। আইসিটি সেক্টর ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য একটা বড় আগ্রহের জায়গা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ব্রিটেনের প্রতিনিধি দলের সাথে দেশের বিভিন্ন সামাজিক উন্নয়নে জড়িত প্রতিষ্ঠানের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন, আগামী চার বছরে ব্রিটেন থেকে বড় ধরনের বিনিয়োগ হবে। ফলে দেশের রপ্তানি আয় বাড়বে। ডিজিটাল পস্ন্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগে ভালো আগ্রহ পাওয়া গেছে। ব্রিটেন থেকে এরই মধ্যে চারটি কোম্পানি আমাদের দেশে কাজ করছে। তাদের মধ্যে উলেস্নখযোগ্য ভূমিকা রেখেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। তিনি বলেন, ব্রিটেনের পার্লামেন্টে একটা গ্রম্নপ আছে। সেটার চেয়ারম্যান এসেছিলেন। আমরা সেই পার্লামেন্টের গ্রম্নপকে দেশের হাইটেক পার্কের সঙ্গে একটা চুক্তি সই করিয়ে দেব, ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করার জন্য। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী ব্রিটেনের বিনিয়োগকারীদের দেশের হাইটেক পার্কে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগের সুবিধা রয়েছে তা ব্রিটেনের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন।