স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড অনুমোদন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল বুধবার বিএসইসির ৬৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সূত্র মতে, ব্যাংকটির ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন হয়েছে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। ৭ বছরমেয়াদি এই বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে, নন-কনভার্টেবল, আনলিস্টিড, ফুলিস্ন ডিডেম্বল, ফ্লাটিং রেটেড এবং সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চসম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট পেস্নসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবে। উলেস্নখ্য, এই বন্ড ইসু্যর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্ট্যান্ডার্ড ব্যাংক টায়ার-ওও ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে।