এমডি নিয়োগ সাক্ষাৎকারে

৭ জনকে ডাকবে ডিএসই

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট দেশের প্রধান এক্সচেঞ্জ ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে ৭ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তাদের ইন্টারভিউয়ের জন্য ডিএসইতে ডাকা হবে। এনআরসি তাদের ইন্টারভিউ নেয়ার পর পরেই ইন্টারভিউয়ের সকল বিষয় ডিএসইর বোর্ডসভায় উপস্থাপন করা হবে। বোর্ড সিদ্ধান্ত নিলেই সেখান থেকে এমডি নির্বাচন করে নিয়োগ দিবে। যদি বোর্ড নির্বাচন করতে না পারে তাহলে তারা বিষয়টি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কে জানাবে। পরে বিএসইসি এ বিষয়ে সিদ্ধান্ত দিবে। এর আগে ডিএসই এমডি নিয়োগের জন্য দুবার করে সার্কুলার জারি করা হয়। প্রথম বার গত ৭ আগস্ট বিজ্ঞপ্তি দেয় ডিএসই কর্তৃপক্ষ। এতে আগ্রহী প্রার্থীদের ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। যেখানে ১৬ জন আবেদন করেছিলেন। কিন্তু তাদের কাউকে যোগ্য মনে করেনি ডিএসইর পরিচালনা পর্ষদ ও নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি)। যে কারণে যোগ্য এমডি খুঁজে পেতে আবারও বিজ্ঞপ্তি দেয়া হয় গত ৮ সেপ্টেম্বর। সেখানে আগ্রহী প্রার্থীদেরকে গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। উলেস্নখ্য, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করতে ডিমিউচু্যয়ালাইজেশন স্কিমের পর দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান কে এ এম মাজেদুর রহমান। তার মেয়াদ শেষ হয়েছে গত ১১ জুলাই। এরপর থেকেই পদটি খালি রয়েছে। বর্তমানে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিধিমালা অনুসারে ৩০ অক্টোবরের মধ্যে ডিএসইর এমডির শূন্য পদ পূরণ করতে হবে।