মুন্নু সিরামিক ও মুন্নু জুট সরেজমিন পরিদর্শন করবে ডিএসই

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট মুন্নু জুট স্ট্যাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। বুধবার বিএসইসির ৬৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সূত্র মতে, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু জুট স্ট্যাফলার্স এর শেয়ার মূল্যে কারসাজিসংক্রান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবের প্রেক্ষিতে কমিশন সভায় উযধশধ ঝঃড়পশ ঊীপযধহমব (খরংঃরহম) জবমঁষধঃরড়হ, ২০১৫ এর জবমঁষধঃরড়হ ৫৪(১) অনুযায়ী আগামী চৌদ্দ (১৪) কার্যদিবসের মধ্যে উপরোক্ত বিষয়ে পরিদর্শন কার্যক্রম সম্পাদন করবে। এবং উক্ত জবমঁষধঃরড়হ এ বর্ণিত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএসইসির ৬৯৬তম কমিশন সভায় মুন্নু সিরামিকসকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করার নির্দেশ দেয়। এবং মুন্নু সিরামিকসের শেয়ার লেনদেন ও আর্থিক প্রতিবেদনে অনিয়ম এবং করপোরেট ডিক্লারেশনের মাধ্যমে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শেয়ার বিক্রি সংক্রান্ত বিষয়ে কমিশনের তদন্ত প্রতিবেদন ও ডিএসই কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করা হয়।