ফারইস্ট ইসলামী লাইফের পর্ষদ সভা ২৪ সেপ্টেম্বর

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, আগামী ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ মার্চ ও ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর শূন্য দশমিক ১৮ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫৬ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৬ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ১১ হাজার ৬৪৭টি শেয়ার মোট ৫৮ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় লাখ ৫৯ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৫৫ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৭ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। 'এ' ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির সাত কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭৫১টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৩৯ দশমিক ৪০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে তিন দশমিক ৫৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪ দশমিক ১৩ শতাংশ শেয়ার।