সামিটকে পুরস্কৃত করল ফিনল্যান্ডের ভাসার মেয়র

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সামিট গ্রম্নপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, ফিনল্যান্ডের ভাসা শহরের মেয়র টমাস হেয়রির কাছে থেকে ওয়ার্টসিলার ভ্যালুড কাস্টমার রিকগনিশন অ্যাওয়ার্ড ২০১৯ গ্রহণ করেন। তাকে এ পুরস্কার দেয়া হয় গাজীপুরে ৪৫০ মেগাওয়াট ফাস্ট-ট্র্যাক বিদু্যৎ প্রকল্প রেকর্ড সময়ে সম্পন্নের স্বীকৃতিস্বরূপ। ভাসা শহরের মেয়র টমাস হেয়রি এবং অস্ট্রেবোথনিয়া চেম্বার অব কমার্সের ম্যানেজিং ডিরেক্টর জুহা হাকিনান যৌথভাবে এই পুরস্কারটি সামিট গ্রম্নপের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান এবং সামিট গাজীপুর ২ পাওয়ার (৩০০ মেগাওয়াট) ও এইস এলাইয়েন্স পাওয়ারের (১৫০ মেগাওয়াট) ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল হোসেনকে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি