রিং সাইনের আইপিও লটারির ফলাফল প্রকাশ

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনকারী বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার, ১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) আইপিও আবেদনের লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীসহ মোট ৬৬০ শতাংশ আবেদন করেছেন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বা যোগ্য বিনিয়োগকারীরা প্রায় ৫০০ কোটি টাকার আবেদন করেছেন। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকদের জন্য বরাদ্দের থেকে ৫৫৯ দশমিক ৬৬ শতাংশ বেশি আবেদন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আইপিওতে আবেদন সংগ্রহ করা হয়। কোম্পানিটির শেয়ার কেনার জন্য আইপিওতে ৬৪৫টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। ওই সব বিনিয়োগকারী বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ৪৯৪ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকার আবেদন করেছেন। উলেস্নখ্য, গত ২৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কনসেন্ট লেটার পায় কোম্পানিটি। তার পরেই কোম্পানিটি তাদের আইপিও আবেদন শুরুর তারিখ আগামী ২৫ আগস্ট নির্ধারণ করেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আদিল সিকিউরিটিজ হাউজ তাদের কোম্পানির অনুমোদিত প্রতিনিধির নামে কাস্টমার ও বিও অ্যাকাউন্ট পরিচালনা করেছে যা অবৈধ। এটি ট্রেক রেগুলেশন এবং স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি এর বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া আদিল সিকিউরিটিজ লিমিটেড তাদের কোম্পানির একজন গ্রাহকের নামে একটি একক হিসাব থেকে বেশি হিসাব পরিচালনা করে ডিপোজিটরি বিধিমালার লঙ্ঘন করেছে। কোম্পানির পরিচালককে মার্জিন সুবিধা প্রদান এবং গ্রাহকদের মার্জিন ঋণ চুক্তিপত্র না থাকা সত্ত্বেও ক্যাশ অ্যাকাউন্টে ঋণের সুবিধা প্রদান মার্জিন রুলস ভঙ্গ করেছে। কোম্পানির গ্রাহকদের সিকিউরিটিজ সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালিত না করে ডিপোজিটরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এসব অনিয়ম করায় আদিল সিকিউরিটিজকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।