৬ বছরের সর্বোচ্চ চীনের পাম অয়েল আমদানি

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক আন্তর্জাতিক বাজার থেকে পাম অয়েল আমদানিতে সম্প্রতি চীন অধিক জোর দিয়েছে। এ ধারাবাহিকতায় আগস্টে পণ্যটির আমদানি বেড়ে ছয় বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। খবর বস্নুমবার্গ। আগস্টে চীন আন্তর্জাতিক বাজার থেকে মোট ৫ লাখ ৯০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ এবং ২০১৭ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ মাসভিত্তিক আমদানি। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্টে) দেশটি পাম অয়েল আমদানি করেছে মোট ৩৪ লাখ ২০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ বেশি। চীন সম্প্রতি সয়াবিনের পরিবর্তে পাম অয়েল আমদানিতে ঝুঁকেছে।