কোটিপতি আমানতকারী বেড়ে ৭৬ হাজার

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৬ জন। এর মধ্যে গত ১০ বছরে এমন আমানতকারী বেড়েছে ৫৭ হাজার ১২৩ জন। কেবল ব্যাংকে টাকা আমানত রেখেছেন এমন ব্যাক্তিদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। \হ২০০৮ এর ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে আমানতকারীর পরিসংখ্যান পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। তবে ব্যাংকে আমানত রাখেন না দেশে এমন কোটিপতির সংখ্যা এর চেয়েও বেশি বলেও জানা গেছে। এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এই অর্থ পাচার না হয়ে ব্যাংকে জমা হচ্ছে, এটা খুবই আশাব্যঞ্জক। তিনি বলেন, কোটিপতির সংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেশে আয়ের বৈষম্য তৈরি হচ্ছে এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে বলেই মনে হচ্ছে। কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়াটা যেমন ইতিবাচক, তেমনি আয়ের বৈষম্য বেড়ে যাওয়াটা নেতিবাচক প্রবণতা। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে কোটিপতি আমনতকারীর সংখ্যা ছিল ১৯ হাজার ১৬৩ জন। পাঁচ বছর পর ২০১৩ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৬৪০ জনে। সে হিসাবে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের ৫ বছরে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৩০ হাজার ৪৭৭ জন। এই সময়ে গড়ে প্রতিবছর কোটিপতি আমানতকারী বেড়েছে ৬ হাজার ৯৫ জন। অন্যদিকে সরকারের দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর, অর্থ্যাৎ ২০১৪ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে কোটিপতি আমানকারীর সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৯২৩ জন। এ সময়ে গড়ে প্রতিবছর কোটিপতি আমানতকারী বেড়েছে ৫ হাজার ১৮৪ জন। আর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম তিন মাস, অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৭২৩ জন। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের ১০ বছর তিন মাসের শাসনামলে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ১২৩ জন। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদন বলছে, ২০০৮ সালের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমনতকারীদের মোট আমানতের পরিমাণ ছিল ৭৭ হাজার ২৩৯ কোটি টাকা। তখন মোট আমানতের ৩১ শতাংশ ছিল কোটিপতি আমানতকারীদের অ্যাকাউন্টের। ২০১৩ সালের ডিসেম্বরে কোটিপতি আমানতকারীর আমানতের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ৪৭ হাজার ১৭৬ কোটি টাকায়। তখন মোট আমানতকারীদের ৪০ দশমিক ৬০ শতাংশ ছিলেন কোটিপতি। আর এ সময়ে কোটিপতি আমানতকারীদের আমানতের পরিমাণ বাড়ে ১ লাখ ৬৯ হাজার ৯৩৭ কোটি টাকা। অন্যদিকে, ২০১৮ সালের ডিসেম্বর শেষে দেশে কোটিপতি আমানতকারীর অর্থের পরিমাণ বেড়ে হয় ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ কোটি টাকা। মোট আমানতকারীর ৪৪ দশমিক ২৭ শতাংশই তখন ছিলেন কোটিপতি। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত কোটিপতির সংখ্যা: ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ১৪ হাজার এক জন। এ সময়ে গড়ে প্রতিবছর দুই হাজার জন করে কোটিপতি আমানতাকারীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ৮ হাজার ৮৮৭ জন। ওই সময়ে দেশে প্রতিবছর গড়ে কোটিপতির সংখ্যা বেড়েছে এক হাজার ৭৭৭ জন করে। অন্যদিকে, ২০০৭ ও ২০০৮ সালের দুই বছরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ১১৪ জন। এই সময়ে বছরে গড়ে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২ হাজার ৫৫৭ জন করে।